মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশিকে নিয়ে যা জানালো ওই দেশের আইজিপি

মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইল
মালয়েশিয়ায় গত ২৭ জুন আইএসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশী নাগরিক মূলত মালয়েশিয়ায় উগ্রপন্থী মতাদর্শ ছড়িয়ে দিতে, নতুন সদস্য সংগ্রহ এবং অর্থ যোগানের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে তাদের মাধ্যম হিসেবে ব্যবহার করছিল।
শুক্রবার (৪ জুলাই) বুকিত আমানে দেশটির পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ খালিদ ইসমাইল এক সংবাদ সম্মেলনে বলেন, গোষ্ঠীটি কারখানা, পেট্রোল পাম্প এবং নির্মাণ সাইটে কাজ করা বাংলাদেশিদের আইএসে যোগদানের জন্য হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারণা চালাচ্ছিল।
আটককৃতদের বেশিভাগই মালয়েশিয়ায় বিভিন্ন শ্রম খাতে কর্মরত ছিলেন এবং তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে গোপন গ্রুপ তৈরি করে আইএসের সাথে যোগাযোগ রাখতেন। তাদের উদ্দেশ্য ছিল আইএসের জন্য তহবিল সংগ্রহ করা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নতুন সদস্য নিয়োগ করা।
তারা বিভিন্ন শ্রমস্থলে, কারখানা, পেট্রোল পাম্প ও নির্মাণ সাইটে কাজ করতেন এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে নতুন সদস্য নিয়োগের চেষ্টা করতেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে ১৫০ থেকে ২০০ সদস্য ছিল বলে জানান আইজিপি।
আইজিপি আরো জানান, এই গোষ্ঠীটি সিরিয়ায় আইএসের সাথে যোগদানের জন্য সদস্য নিয়োগের চেষ্টা করছিল এবং ‘টাচ অ্যান্ড গো’ ক্রেডিট কার্ড এবং আন্তর্জাতিক অর্থ বিনিময় পরিষেবার মাধ্যমে তহবিল সংগ্রহ করত। গ্রুপে যোগদানের জন্য প্রতি বছর ৫০০ রিঙ্গিত ও সামর্থ্য অনুযায়ী অতিরিক্ত সাহায্য করার আহ্বান জানানো হতো।
আটক ৩৬ বাংলাদেশীদের মধ্যে গত ২৮ এপ্রিল থেকে ২১ জুনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ১৫ জনকে অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয় এবং ১৬ জন এখনো পুলিশ হেফাজতে রয়েছে বলে তিনি জানান।
বিভি/এজেড
মন্তব্য করুন: