• NEWS PORTAL

  • সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্যারিসে ‘নথিতে রক্তগন্ধ’ বইয়ের মোড়ক উন্মোচন

ইয়াছির আরাফাত, প্যারিস:

প্রকাশিত: ১৯:৩৪, ৩০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
প্যারিসে ‘নথিতে রক্তগন্ধ’ বইয়ের মোড়ক উন্মোচন

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় প্যারিসে অনুষ্ঠিত হলো স্মারকগ্রন্থ ‘নথিতে রক্তগন্ধ’ এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা। পবিত্র কোরআন তেলাওয়াত, বাংলাদেশ-ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে প্রদর্শিত হয় জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক প্রামাণ্যচিত্র। 

সভায় বক্তারা বলেন, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে ভবিষ্যতের নির্বাচিত সরকারও মেয়াদ পূর্ণ করতে পারবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী চৌধুরী। সঞ্চালনা করেন কবি সুহেল আহমদ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক শাহ যুবায়ের। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান।গ্রন্থটির উদ্বোধন করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রোমন। 

প্রধান বক্তা হিসাবে বিএনপির কেন্দ্রীয় নেতা নাসির রহমান শাহিন বলেন, ‘জুলাই আন্দোলন ছিল দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের ফসল, আলোচনায় আরও অংশ নেন, সাংবাদিক  মাহবুব হোসাইন, মোহাম্মদ আরিফউল্লাহ, আবদুল্লাহ আল মামুন, মুমিন আনসারী, তানবির তোহা, মাহিন,সাইফুল, যুবনেতা সোহেল আহমদ, প্রাক্তন সেনা কর্মকর্তা মীর জাহানসহ প্রবাসী সমাজের নেতৃবৃন্দ। তারা জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধকে একত্রে কাজ করার আহ্বান জানান। 

অনুষ্ঠানে ফ্রান্স, যুক্তরাজ্য ও ইতালি বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2