• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

তুলুজে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা প্রদান

ইয়াছির আরাফাত, প্যারিস

প্রকাশিত: ১৮:৪৮, ৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
তুলুজে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা প্রদান

ফ্রান্সের তুলুজে প্রবাসী বাংলাদেশিদের জন্য দু’দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা করেছে প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাস। তুলুজ বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে প্রায় দুই শতাধিক প্রবাসী বিভিন্ন কনস্যুলার সেবা গ্রহণ করেন। ৫ ও ৬ জুলাই দুই দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। 

তুলুজ বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সভাপতি ওসমান হোসেন মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহেদ হোসেন নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত খন্দকার আবু তালহা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, সিনিয়র সাংবাদিক নুরুল ওয়াহিদ, মিলটন হোসেন, ইসকান্দার আলী, ফেরদৌস খান, রেকসানা রাখি, রিমা এলিজাবেথ রোজারিও ও আমানুর রহমান ইসলাম আজাদ। 

স্বাগত বক্তব্য রাখেন তারেক আহমদ তাজ। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত খন্দকার আবু তালহা আনুষ্ঠানিকভাবে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবার উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, প্রবাসীদের সুবিধার্থে দূতাবাসের সেবা প্রত্যন্ত শহর ও অঞ্চলে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। পাশাপাশি, প্রবাসীদের সমস্যা সরাসরি শোনা ও তাৎক্ষণিক সমাধানের চেষ্টা চালানো হবে। এ সময় দূতাবাসের প্রধান সচিব ওয়ালিদ বিন কাশেম এবং দ্বিতীয় সচিব শাকিল আহমদ সেবা নিতে আসা প্রবাসীদের নানা অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ভ্রাম্যমাণ কনস্যুলার ক্যাম্পে পাসপোর্ট নবায়ন, জন্মনিবন্ধন, আইনি সহায়তা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB)-এর সদস্যপদ নিবন্ধন এবং বিনামূল্যে চিকিৎসা পরামর্শসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হয়। 

বিশেষ অতিথির বক্তব্যে ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রবাসীদের দূতাবাসমুখী না করে, প্রত্যেক প্রভিন্সে সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং প্রবাসীদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মানসিকতা বিএনপির রয়েছে। 

অনুষ্ঠানে তুলুজ ও আশপাশের শহর থেকে আগত বাংলাদেশি প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে তাদের নানা দাবি তুলে ধরেন। তারা বছরে অন্তত চারবার তুলুজে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা চালুর দাবি জানান।

বিভি/এমআর

মন্তব্য করুন: