• NEWS PORTAL

  • সোমবার, ১৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মার্কিন ভিসা পেতে সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন চলবে না

প্রকাশিত: ২১:০০, ১০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
মার্কিন ভিসা পেতে সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন চলবে না

যুক্তরাষ্ট্রে ভিসা পেতে আগ্রহী শিক্ষার্থী ও এক্সচেঞ্জ প্রোগ্রামের আবেদনকারীদের জন্য নতুন সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। 

বৃহস্পতিবার (১০ জুলাই) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিবৃতিতে বলা হয়, ডিএস-১৬০ ভিসা ফর্মে গত ৫ বছরে ব্যবহৃত সকল সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক।

বিবৃতিতে আরও বলা হয়, যারা এফ (F), এম (M), অথবা জে (J) ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক, তাদের ডিএস-১৬০ ফর্মে সঠিক তথ্য প্রদান করতে হবে এবং বিগত পাঁচ বছরের সব সোশ্যাল মিডিয়া একাউন্টের তথ্য জমা দিতে হবে।

দূতাবাস আরও জানায়, সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে আবেদন প্রত্যাখ্যান করা হবে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার যোগ্যতা হারানোর ঝুঁকি থাকবে।

এ ছাড়া ভিসার আবেদনপত্রে প্রদত্ত সব তথ্য সঠিক ও সত্য বলেই আবেদনকারীরা স্বাক্ষর করেন, এমনটা ধরে নেয়া হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2