গাজীপুরে তুহিন হত্যায় ফ্রান্সে কর্মরত সাংবাদিকদের উদ্বেগ প্রকাশ

গাজীপুরে পরপর দুজন সাংবাদিকের ওপর প্রাণঘাতী হামলা ও হত্যাকাণ্ডে বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ ঘটনায় ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ) গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে দ্রুত বিচার ও সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে। ফ্রান্সের স্থানীয় সময় বুধবার রাত ১১টায় সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, এই ধরনের নৃশংসতা গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারে সরাসরি হস্তক্ষেপ। বিবৃতিতে স্বাক্ষর করেন সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন এবং মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ।
বিবৃতিতে বলা হয়, ৬ আগস্ট দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সংবাদকর্মী আনোয়ার হোসেন সৌরভ (৩৫) সশস্ত্র হামলায় গুরুতর আহত হন। পরদিন ৭ আগস্ট প্রতিদিনের কাগজ-এর রিপোর্টার আসাদুজ্জামান তুহিন (৩৮) নির্মমভাবে খুন হন ঘটনাস্থলেই। এই ঘটনায় পেশাগত দিক, মানবিক মূল্যবোধ ও দেশের গণতান্ত্রিক ভিত্তি সবই চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে উল্লেখ করা হয়।
এফবিজেএ স্পষ্ট করে জানায়, সাংবাদিকতার কোনো অপেশাদার আচরণ থাকলে তা আইনের মাধ্যমে বিচার হওয়া উচিত। কিন্তু, হত্যা কোনোমতেই ন্যায্য নয়। এটি মানবাধিকার লঙ্ঘন এবং রাষ্ট্রের নৈতিক ব্যর্থতা।
বিবৃতিতে আরও বলা হয়, গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তা একসাথে সুরক্ষিত না হলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়বে। সংগঠনটি আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায় এবং জানায় যে, তারা সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে। এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজে ক্ষোভ ও ভয়ের সঞ্চার হয়েছে। এটি শুধু একটি পেশার ওপর আক্রমণ নয়, এটি দেশের গণতন্ত্র ও ন্যায়বিচারের মূল ভিত্তিকেই নাড়িয়ে দিয়েছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: