মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানালেন ড. ইউনূস

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার।
মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করছে প্রবাসীদের সঙ্গে আলোচনা করতে, তাদের কথাগুলো শুনতে। তাদের যেসব অভিযোগ রয়েছে সেগুলো সমাধানে, জটিলতা কমানোর চেষ্টা চলছে। পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সরকারি সকল সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে 'নাগরিক সেবা বাংলাদেশ' উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
অন্তর্বর্তী সরকার এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বলেও ড. ইউনূস এসময় উল্লেখ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: