• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মালয়েশিয়ায় গণঅভ্যুত্থানে শহীদ ও মাইলস্টোনে নিহতদের স্মরণে বিএনপি’র দোয়া ও মিলাদ মাহফিল

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৮, ১৮ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:৫৯, ১৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
মালয়েশিয়ায় গণঅভ্যুত্থানে শহীদ ও মাইলস্টোনে নিহতদের স্মরণে বিএনপি’র দোয়া ও মিলাদ মাহফিল

মালয়েশিয়া ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও উত্তরার মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত  শিক্ষার্থীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র পুডু শাখা। স্থানীয় সময় রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল পুডু প্লাজার বলরুমে এই দোয়া ও  মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

পুডু শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন গাজী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল সিকাদারর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। 

এ সময় প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ-সভাপতি তালহা মাহমুদ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি ড. এস এম রহমান তনু, এম জে আলম, ড. ওয়ালিউল্লাহ জাহিদ,  সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, মো: কাজী সালাউদ্দিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- বিএনপির সিনিয়র নেতা মিজানুর রহমান চৌধুরী সুমন, যুবনেতা মো: জসিম উদ্দীন, যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো: রমজান আলী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান তালুকদার রতন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আলী খান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম বশির আলম, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম রতন, পুডু শাখার বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান, জিয়াউর রহমান ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক মুন্সিগঞ্জ জেলা যুবদলের মো: আতাউর রহমান মল্লিক, জাসাস মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুডু শাখার দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, মারুফ এলাইহি, হাসিবুল হোসেন শান্ত, কেএম সবুজ প্রমুখ।

প্রধান অতিথি মোহাম্মদ মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তারা এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছেন। তাদের এই রক্তের ঋণ জাতি কখনো ভুলবে না। আর যারা আহত হয়ে এখনো হাসপাতালে শুয়ে আছেন, আমরা তাদের সুস্থতা কামনা করি। 

আপনারা দেখেছেন মানুষের উপর অত্যাচার করলে, গায়েবি মামলা দিলে, মানুষের হক নষ্ট করলে, দেশের টাকা বিদেশে পাচার করলে কীভাবে রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয়।’

অনুষ্ঠানে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও উত্তরার মাইলস্টোন ট্রাজেডিতে শহীদ, আহত, শোকসন্তপ্ত পরিবার এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া করা হয়। পরে ৭১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র পুডু শাখার নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মোহাম্মদ ইসলাম, সুমন হোসেন, হুমায়ন কবির, ইসমাইল আকন্দ, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ হাবিবুর রহমান, আব্দুল হামিদ, আবুল কাশেম প্রমুখ।

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2