• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাংলাদেশি প্রবাসীদের ভোটাধিকার: প্যারিসে এনসিপির সংবাদ সম্মেলন

ইয়াছির আরাফাত, প্যারিস

প্রকাশিত: ১৭:০৫, ১৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশি প্রবাসীদের ভোটাধিকার: প্যারিসে এনসিপির সংবাদ সম্মেলন

বাংলাদেশি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ফ্রান্সে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স বিশেষ উদ্যোগ নিয়েছে। ‘আমার ভোট আমি দেব, প্রবাস থেকেও অংশ নেব’ স্লোগান সামনে রেখে তারা ভোটার নিবন্ধন কার্যক্রমে গতি আনতে ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য একটি ছায়া রোডম্যাপ ঘোষণা করেছে।

প্যারিসের ১৩তম এরোন্ডিসমেন্টে রবিবার (১৭ আগস্ট) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই রোডম্যাপ উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের কো-অর্ডিনেটর (অপারেশন্স) তারিক আদনান মুন। সভাপতিত্ব করেন ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন ইউরোপ প্রতিনিধি ওমর ঢালী, এনসিপি জার্মানির আহ্বায়ক সাখাওয়াত হোসাইন তুরাগ।

এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন ইউরোপ প্রতিনিধি তাজুল ইসলাম শামীম, নাজমুল বাশার এবং মধ্যপ্রাচ্য প্রতিনিধি সাইফ ইবনে সারওয়ার।

প্রধান অতিথির বক্তব্যে তারিক আদনান মুন বলেন, দেড় কোটির বেশি প্রবাসী বাংলাদেশি আছেন। তাদের ভোটার হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া দ্রুত শুরু করতে নির্বাচন কমিশনের প্রতি আমরা জোর দাবি জানাই। এ ক্ষেত্রে শিথিলতা থাকলে তা গ্রহণযোগ্য হবে না। তিনি জানান, ১৫ সেপ্টেম্বর থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কয়েক ধাপে বাস্তবায়নের জন্য একটি বিকল্প রোডম্যাপ হাতে নেওয়া হয়েছে।

সংগঠনের ফ্রান্স শাখার সদস্য সচিব মু. শাহপরান আহম্মেদ শাকিল স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে এনসিপির কর্মকাণ্ড আরও বিস্তারের পরিকল্পনা তুলে ধরেন।

যুগ্ম আহ্বায়ক ফরমান উল্লাহ বলেন, ফরাসি নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিরা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও ফ্রান্সে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলায় কাজ করবেন।

প্রশ্নোত্তর পর্বে অংশ নেন আঞ্চলিক সংগঠক গবেষক ইশতিয়াক আকিব, মূখ্য সংগঠক মাশরুক উদ্দিন এবং মিডিয়া সমন্বয়কারী মো. সাফওয়াত হোসেন (রাব্বি রাজ)।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মাজহারুল ইসলাম তালুকদার, সাকিব হোসাইন ইবন, রেজওয়ান হিমেলসহ আরও অনেক।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2