• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ইয়াছির আরাফাত, প্যারিস, ফ্রান্স

প্রকাশিত: ২২:৫৬, ১৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২২:৫৬, ১৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের মিশন উপপ্রধান কাজী এহছানুল হক জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর দূতাবাসের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

দূতাবাস প্রধান তার বক্তব্যে গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং জুলাই আন্দোলনের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

মিশন উপপ্রধান কাজী এহছানুল হক তার বক্তব্যে ১৯৭১ ও ২০২৪ সালের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বলেন, বিজয় দিবস আমাদের সংগ্রাম, আত্মত্যাগ ও স্বাধীনতার মর্যাদার এক অনন্য প্রতীক।

তিনি আরও বলেন, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে আগামী নির্বাচনে জনগণের ঐক্য নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তরুণ কণ্ঠস্বর দমন করার অপচেষ্টার সমালোচনা করেন।
মিশন উপপ্রধান বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিভিন্ন সংকটকালে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন। তিনি ১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে অংশগ্রহণের জন্য ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের প্রতিও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিফেন্স এটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিলসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, নাগরিক পরিষদের সভাপতি আবুল খায়ের লস্কর, কমিউনিটি নেতা সিরাজুল ইসলাম মিয়া, সিনিয়র সাংবাদিক এম এ হাশেম, এনসিপি ডায়াস্পোরা ফ্রান্সের সদস্য সচিব সাফওয়াত হোসেন রাব্বি, এফবিজেএ মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ এবং কমিউনিটি নেতা জিয়াউদ্দীন চৌধুরী কুতুবউদ্দিনসহ অনেকে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2