ইতালির ভেনিসে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
ইতালির ভেনিসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভেনিস বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে ভেনিস বিএনপি পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতার প্রতীক দেশ ও জাতির জন্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে, আপোষহীন নেত্রীকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আজকে আমারা নেতা-কর্মীরা একত্রিত হয়েছি দেশনেত্রী রুহের মাগফেরাতের জন্য দোয়া প্রার্থনায়।
বক্তারা আরও বলেন, আধিপত্যবাদবিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু লড়াই করে গেছেন।
অনুষ্ঠান শেষে তার রুহের মাগফিরাত ও শান্তি কামনায় মোনাজাত করেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ।
দোয়ায় অংশগ্রহণ করেন ভেনিস বিএনপি পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা।
বিভি/টিটি




মন্তব্য করুন: