• NEWS PORTAL

  • শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

প্রবাসীদের বড় দুঃসংবাদ দিলো ওমান সরকার

প্রকাশিত: ২২:০১, ২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
প্রবাসীদের বড় দুঃসংবাদ দিলো ওমান সরকার

পেশাগত স্বীকৃতি ব্যবস্থার আওতায় বিদেশি কর্মীদের জন্য প্রবেশের শর্ত আরও কঠোর করেছে ওমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওমানে প্রবেশের আগে প্রবাসী কর্মীদের শিক্ষা ও পেশাগত যোগ্যতা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে জাল সনদ ব্যবহার করলে কঠোর শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

গত বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, এখন থেকে প্রবাসীদের ওমানে প্রবেশের আগেই তাদের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সত্যতা যাচাই করা হবে।

ওমানের শ্রম মন্ত্রণালয়ের পেশাগত মান বিভাগের পরিচালক জাহের বিন আবদুল্লাহ আল শেখ বলেন, শ্রমবাজার নিয়ন্ত্রণ, ভুয়া সনদ প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ খাতে কর্মশক্তির মান উন্নয়নই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।

নতুন ব্যবস্থার অধীনে প্রকৌশল, লজিস্টিকস ও অ্যাকাউন্টিংসহ নিয়ন্ত্রিত পেশায় চাকরি করতে ইচ্ছুক প্রবাসী কর্মীদের ওমানে আসার আগে তাদের যোগ্যতা মূল্যায়ন ও অনুমোদন নিতে হবে। যাচাই শেষে কাজের অনুশীলন লাইসেন্স ইস্যু করা হবে এবং লাইসেন্স অনুমোদন হলেই কেবল প্রবেশের অনুমতি দেওয়া হবে।

শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, পেশাগত শ্রেণিবিন্যাস সনদ ও কাজের লাইসেন্স জাল করার কিছু ঘটনা ইতোমধ্যে শনাক্ত হয়েছে, যা ওমানি আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কর্মচারী ও নিয়োগকারী প্রতিষ্ঠান—উভয়েরই দায়িত্ব অনুমোদিত সংস্থার কাছ থেকে লাইসেন্স গ্রহণ করা এবং তার সত্যতা যাচাই করা।

নিয়ম লঙ্ঘনের শাস্তির মধ্যে রয়েছে জরিমানা, লাইসেন্স বাতিল, বহিষ্কার এবং আদালতে সোপর্দ করা। পাশাপাশি যারা এসব অনিয়মে জড়িত বা বিষয়টি উপেক্ষা করবে, তাদের নিয়োগকর্তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সূত্র: গালফ নিউজ

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2