• NEWS PORTAL

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

কাতার বাংলা প্রেসক্লাবের কল্যাণ ট্রাস্ট গঠন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:৪৮, ২৪ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
কাতার বাংলা প্রেসক্লাবের কল্যাণ ট্রাস্ট গঠন

কাতার বাংলা প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসী সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। এ উপলক্ষে কমিউনিটির শীর্ষ ব্যক্তিদের সঙ্গে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রাজধানী দোহার সালিমার ইস্তাম্বুল হোটেলে সোমাবর কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ইএম আকাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতার (বিসিকিউর) সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন্দ, কমিউনিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, দোহা কাতারের মিউনিসিপালিটির সিনিয়র প্রকৌশলী আকতার জামান মামুন।

বক্তব্য রাখেন কাতার বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি গোলাম মাওলা হাজারি, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সালাম সাংগঠনিক সম্পাদক আমিন বেপারি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফ রানা ও নির্বাহী সদস্য এস আলম সবুজ। 

আলোচনার শুরুতে সদ্য প্রয়াত জিটিভির নিউজ রুম এডিটর সুদিপ কুমার দে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। 

এ সময় নবগঠিত প্রবাসী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সমন্বয়কের দায়িত্ব নেন প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সালাম।

বিভি/এইচএস

মন্তব্য করুন: