• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

যুক্তরাষ্ট্রে পর্দা নামলো ‘মোটর সিটি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট’

সাহেল আহমদ, যুক্তরাষ্ট্র (মিশিগান) থেকে:

প্রকাশিত: ১১:৪৬, ৮ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১২:০৫, ৮ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রে পর্দা নামলো ‘মোটর সিটি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট’

যুক্তরাষ্ট্রে চারদিনব্যাপী শিরোপা জয়ের লড়াই শেষে পর্দা নামলো মিশিগানের আলোচিত সর্ববৃহৎ ক্রিকেট আসর ‘মোটর সিটি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট’। রবিবার (৪ সেপ্টেম্বর) আনন্দ-বেদনা, উন্মাদনা-উত্তেজনায় ঠাসা টুর্নামেন্টে শিরোপার মুকুট মাথায় পরেছে ‘মিশিগান চিতাস’। পুরো টুর্নামেন্টজুড়ে অবিশ্বাস্য নাটকীয়তার মাধ্যমেই বিদেশের মাটিতে শেষ হল বাংলাদেশি প্রবাসীদের ৫৫ হাজার মার্কিন ডলারের ব্যয়বহুল এক বিশাল ক্রিকেট উৎসব।

ডেট্রয়েট সিটির লাস্কি রিক্রেশন মাঠে ফাইনাল ম্যাচে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ২০ ওভারের বদলে ম্যাচটি গড়ায় ১০ ওভারে। আগে ব্যাটিং করতে নেমে মিশিগান চিতাস ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯২ রান করতে পেরেছে। জবাবে বাংলাদেশ টাইগার্স নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৬ রানে থেমে যায়। ফলে ২৬ রানের জয় পায় মিশিগান চিতাস। ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচ সেরা হয়েছেন আরিফুল হক। সেরা বোলারের পুরস্কার জেতেন মোফাচ্ছির আলী এবং সেরা ব্যাটার হয়েছেন তৌকির খান। 

জয়ের পরপরই মাঠে উল্লাসে মেতে উঠেন মিশিগান চিতাস'র খেলোয়াড় ও সমর্থকরা। উৎসবের আনন্দটা ভাগ করে নেন দর্শকসারিতে থাকা প্রবাসী বাংলাদেশিসহ ভারত ও আমেরিকানরা।

শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচের পরপরই শুরু হয় মোটর সিটি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট’র সমাপনী অনুষ্ঠান। নাজিয়া জাহানের উপস্থাপনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা বোলার ও ক্রিকেট বোর্ডের নির্বাচক গোলাম নওশের প্রিন্স, এমসিসির প্রতিষ্ঠাতা জগলুল হুদা মিটু ও ইফতেখার হোসেন।  এসময় উপস্থিত ছিলেন এমসিসির সভাপতি মোশাররফ চৌধুরী লিটু, সেক্রেটারি তায়েফুর রহমান বাবু, সেলিম আহমেদ, জুয়েল হুদা, শাহদাত হোসেনসহ অনেকে।    
 
উল্লেখ্য, বিগ বাজেটের মোটর সিটি চ্যাম্পিয়নশিপ এমসিসি ক্রিকেট টুর্নামেন্ট গত ১ সেপ্টেম্বর জমকালো আয়োজনে উদ্বোধন হয়। ৩টি ভেন্যুতে মোট ১০টি দল অংশগ্রহণ করে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে ৯ টি এবং ইংল্যান্ড থেকে ১টি দল অংশ নেয়। বাংলাদেশের ক্রিকেটের তারকা ইমরুল কায়েস, নাসির হোসেন, সৈয়দ রাসেল, আরিফুল হক, সোহরাওয়ার্দী শুভ, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, নাদিফ চৌধুরী, তাপস বৈশ্য, ইলিয়াস সানী, আবু জায়েদ রাহি, মেহরাব হোসেন জুনিয়র'র মতো ক্রিকেটাররা বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2