• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কোন প্রাণী জীবনে এক ফোঁটাও পানি পান করে না?

প্রকাশিত: ১৮:১৬, ৩ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
কোন প্রাণী জীবনে এক ফোঁটাও পানি পান করে না?

কোন প্রাণী জীবনে এক ফোঁটাও পানি পান করে না?

সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ একটু বেশি হলে চলার পথে বেশ কাজে লাগে। এমন নানা প্রশ্ন করা হয়, যার উত্তর দিতে অনেকসময়ই ঘাবড়ে যান সেরা প্রার্থীরাও। আসলে, এইসব প্রশ্নের মাধ্যমে যাচাই করে দেখা হয় প্রার্থীর আইকিউ লেভেল। এই যেমন সরকারি চাকরির ইন্টারভিউতে এক প্রার্থীকে প্রশ্ন করা হয়েছিল, কোন প্রাণী জীবনেও পানি পান করে না? আপনি জানেন উত্তর?

ক্যাঙ্গারুর সঙ্গে ক্যাঙ্গারু ইঁদুরের কোনও সম্পর্ক নেই। দেখতে অনেকটা ক্যাঙ্গারুর মতো বলে এহেন নামকরণ।

কোন প্রানী জীবনে কখনও পানি পান করে না ? উত্তর হলো- ক্যাঙ্গারু ইঁদুর।ক্যাঙ্গারুর সঙ্গে ক্যাঙ্গারু ইঁদুরের কোনও সম্পর্ক নেই। দেখতে অনেকটা ক্যাঙ্গারুর মতো বলে এমন নামকরণ। ক্যাঙ্গারু ইঁদুরের দেহে এক ধরনের থলে আছে, এই থলে তাদের পেটে নয়, গালের বাইরে থাকে। এই থলেতে তারা বীজ ভরে রাখে।

ক্যাঙ্গারু ইঁদুর জীবনে কখনও পানি পান করে না

উত্তর আমেরিকার মরুভূমিতে থাকে এই ক্যাঙ্গারু ইঁদুর। এদের নিশাচর জীবনধারা। দিনে ঘুমায়, রাতে সক্রিয় হয়ে ওঠে। কারণ, সেইসময় মরধভূমির তাপমাত্রা কম থাকে।

বিভি/এজেড

মন্তব্য করুন: