• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সিলেটের হাই-টেক পার্কে র‍্যাংগস ইলেকট্রনিক্স এর ফ্যাক্টরির যাত্রা শুরু

প্রকাশিত: ২১:৫৯, ৩১ জানুয়ারি ২০২৫

আপডেট: ২১:৫৯, ৩১ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
সিলেটের হাই-টেক পার্কে র‍্যাংগস ইলেকট্রনিক্স এর ফ্যাক্টরির যাত্রা শুরু

ছবি: সিলেটের হাই-টেক পার্কে র‍্যাংগস ইলেকট্রনিক্স এর ফ্যাক্টরির যাত্রা শুরু

সনি-র‍্যাংগস নামে বহুল পরিচিত বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে তাদের ফ্যাক্টরি উদ্ভোধন করল সিলেটের হাই-টেক পার্কে। উদ্বোধনী প্রোডাক্ট লাইন-আপের মধ্যে রয়েছে র‍্যাংগস ব্র্যান্ডের ৬টি সাইজের ১৫টি কালার এর রেফ্রিজারেটর। এছাড়াও উৎপাদিত হচ্ছে কেলভিনেটর সাইড-বাই সাইড রেফ্রিজারেটর এর ৩টি সাইজের ৫টি কালারসহ আরও নতুন ৩টি সাইজ। একইসাথে উৎপাদিত হবে র‍্যাংগস, কেলভিনেটর এবং দাইয়্যু ব্র্যান্ডের ইনভার্টার ও নন-ইনভার্টার এসি।

র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর পক্ষ থেকে ভাইস চেয়ারপার্সন সাচিমি হোসেন, ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাস হোসেন অনুষ্ঠান উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ডিলার ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, ১৯৮৪ সালে প্রথম যাত্রা শুরু করে র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড। সেরা মানের অফিসিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে বিশ্বখ্যাত জাপানিজ ব্র্যান্ড সনি, কোরিয়ান ব্র্যান্ড এলজি ও দাইয়্যু, আমেরিকান ব্র্যান্ড কেলভিনেটর ও ওয়্যার্লপুল, সুইডিস ব্র্যান্ড ইলেক্ট্রোলাক্স, জার্মানি ব্র্যান্ড জাইস, নেদারল্যান্ড এর ফিলিপস এবং নিজস্ব ব্র্যান্ড র‍্যাংগস নিয়ে ক্রেতাদের পণ্যের চাহিদা মেটাতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড। এরই ধারাবাহিকতায় আরও সুলভ মূল্যে বাংলাদেশে তৈরি পণ্য বাজারজাতকরণের অঙ্গীকার নিয়ে সিলেটের হাই-টেক পার্কে নিজস্ব ফ্যাক্টরির আনুষ্ঠানিক যাত্রা শুরু করল।

উল্লেখ্য, র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড গত ৪০ বছর থেকে বাংলাদেশের বাজারে অফিসিয়াল ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করছে ও নিশ্চিত করে যাচ্ছে অফিসিয়াল বিক্রয়োত্তর সেবা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2