• NEWS PORTAL

মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

নাক দিয়ে পানি পান করে কোন প্রাণী, পানির রাজা কে?

প্রকাশিত: ২২:৩৪, ১৭ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
নাক দিয়ে পানি পান করে কোন প্রাণী, পানির রাজা কে?

নানান সংবাদের ভিড়ে মস্তিষ্ক বিশ্রাম পায় না। মস্তিষ্ককে কাজ দিতে আমরা ধাঁধার চর্চা করি। আজ আপনাদের জন্য রয়েছে, তেমনই কিছু ধাঁধা। আনন্দ নেয়ার পাশাপাশি নিজের জ্ঞান যাচাই করুন। আর উত্তর জেনে নিয়ে বন্ধুদের প্রশ্ন করে চমকে দিন।

প্রশ্ন ১- এমন একটি মাছ যা পানিতে নয়, স্থলে বাস করে?
উত্তর ১- এই বিশেষ প্রজাতির মাছের নাম 'ব্লেনিজ'।
এই প্রজাতির মাছ সমুদ্র থেকে বেরিয়ে এসে স্থলে থাকে এবং ধীরে ধীরে ভূমিতে বসবাসের পদ্ধতি রপ্ত করে নেয়।

প্রশ্ন ২- সিংহের আগে বনের রাজা ছিলেন কে?
উত্তর ২ - সিংহের আগে হাতি ছিল বনের রাজা।

প্রশ্ন ৩- বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছ কোনটি?
উত্তর ৩- পাথর মাছ বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছ বলে মনে করা হয়।

প্রশ্ন ৪- কোন প্রাণী নাক দিয়ে পানি পান করে?
উত্তর ৪ - হাতি নাক দিয়ে পানি পান করে।

প্রশ্ন ৫- মাছ যদি জলের রানী হয় তাহলে বলুন তো পানির রাজা কে?
উত্তর ৫ - সি লায়নকে পানির রাজা বলা হয়।

একবারে ২০ মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে সি লায়ন। এরা ঘণ্টায় ২৯ কিমি বেগে ছুটতে পারে। পুরুষ সি লায়নকে 'বুল' এবং স্ত্রীকে 'কাউ' বলা হয়। পুরুষ সি লায়ন ১১ ফুট পর্যন্ত লম্বা এবং স্ত্রী ৯ ফুট পর্যন্ত লম্বা হয়। সি লায়ন একটি স্তন্যপায়ী প্রাণী এবং শ্বাস-প্রশ্বাস নেয়, তাই লম্বা সময় এরা পানির নীচে থাকতে পারে না।

প্রশ্ন ৬- এমন জিনিস কী যার অনেক শব্দ আছে কিন্তু কথা বলে না, 
উত্তর ৬- একটি বই। এমন একটি জিনিস, যাতে লক্ষ লক্ষ শব্দ মজুদ থাকে, কিন্তু এটি কথা বলে না। সূত্র: নিউজ এইটিন

বিভি/এজেড

মন্তব্য করুন: