আজ বাংলাভিশন এর জন্মদিন
‘দৃষ্টি জুড়ে দেশ’ এই স্লোগান নিয়ে ২০০৬ সালের ৩১ মার্চ আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয় বাংলাভিশনের। শুরু থেকেই বাংলাভিশনের উদ্দেশ্য ছিল বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশি সংস্কৃতি সঠিকভাবে দর্শকের সামনে তুলে ধরা। ৩১ মার্চ, ১৮ বছরপূর্তি; ১৯ বছরে পদার্পণ করছে জনপ্রিয় এই স্যাটেলাইট টেলিভিশন।
এ সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘৩১ মার্চ, ২০২৪ প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৮ বছরের যাত্রায় অগণিত দর্শকদের ভালোবাসায় সিক্ত বাংলাভিশন পরিবার। মাতৃভূমি বাংলাদেশের গৌরবময় ইতিহাস এবং সমৃদ্ধ ঐতিহ্যকে ধারণ করে দেশ ও দেশের মানুষের হাসি-আনন্দ, সুখ-দুঃখ, আশা-নিরাশার চিত্র তুলে ধরার প্রত্যয়ে ১৯ বছরে পদার্পণ। ১৮ বছরের দীর্ঘ পথচলার সঙ্গী ছিলেন আপনিও। তাই বাংলাভিশন পরিবারের পক্ষ থেকে আমাদের সকল শুভানুধ্যায়ী, লেখক, শিল্পী, কলা-কুশলী, বিজ্ঞাপনদাতা, ক্যাবল অপারেটরসহ অগণিত দর্শকদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’
এছাড়াও বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান আয়োজনেও থাকছেন বিশেষ অতিথিরা।
বিভি/এজেড
মন্তব্য করুন: