• NEWS PORTAL

  • সোমবার, ১৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মাহফুজ আলমরা উড়ে এসে জুড়ে বসেন নাই: আকবর হোসেন

প্রকাশিত: ১৬:৩৯, ১৬ মে ২০২৫

ফন্ট সাইজ
মাহফুজ আলমরা উড়ে এসে জুড়ে বসেন নাই: আকবর হোসেন

আকবর হোসেন মজুমদার ও মাহফুজ আলম

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ও বিবিসির সাংবাদিক আকবর হোসেন মজুমদার বলেছেন, উপদেষ্টা মাহফুজ আলমের তীক্ষ্ণ পর্যবেক্ষণ এবং যে কোন বিষয় খুব দ্রুত বুঝতে পরার দক্ষতা উল্লেখ করার মতো। মাহফুজ আলমরা উড়ে এসে জুড়ে বসেন নাই

সম্প্রতি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপ ও এরপর তার এমআরআই করানো নিয়ে যখন নানান সমালোচনা হচ্ছে, তখন তার সাখে সাক্ষাতের স্মৃতিচারণ করেছেন বিবিসির এই সাংবাদিক।

বৃহস্পতিবার (১৫ মে) নিজের ফেসবুকে দেওয়া একটি পোস্টে আকবর হোসেন বলেছেন, উপদেষ্টা মাহফুজ আলমের সাথে আমার দেখা হয়েছিল দুবার। একবার উপদেষ্টা হবার আগে, আরেকবার উপদেষ্টা হবার পরে। পেশাগত কাজে গিয়েছিলাম। মাহফুজ আলমের তীক্ষ্ণ পর্যবেক্ষণ এবং যে কোন বিষয় খুব দ্রুত বুঝতে পরার দক্ষতা উল্লেখ করার মতো।

তিনি আরও লিখেছেন, ইংরেজিতে লেখা দুই পৃষ্ঠার বিষয় ওনাকে দিয়েছিলাম। তিনি মাত্র ১৫ সেকেন্ডের মতো চোখ বুলিয়েছিলেন। আমার ধারণা ছিল তিনি বিষয়টা ঠিকমতো পড়েননি! আমি ওনাকে জিজ্ঞেস করলাম, বিষয়গুলো ব্যাখ্যা করবো কী না। তিনি হেসে বললেন - লাগবে না, আমি পড়ে ফেলছি। তিনি আমাকে পাল্টা হবহু সবটা বলে দিলেন। 

স্ট্যটাসের শেষ দিকে আকবর হোসেন লেখেন, এই কথাটা বলার অর্থ হচ্ছে, মাহফুজ আলমরা উড়ে এসে জুড়ে বসেন নাই। রাস্তায় আন্দোলনের সাথে বুদ্ধিবৃত্তির সমন্বয় ঘটিয়ে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত করেছিলেন মাহফুজ আলমরা। নিশ্চয়ই অন্য আরো অনেকেরও ভূমিকা ছিল। মাহফুজ আলমের ওপর আঘাত জুলাই অভ্যুত্থানের ওপর আঘাত হিসেবে বিবেচনা করা যেতে পারে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2