অস্বচ্ছল শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নেবেন ছাত্রদল নেতা আহাদ

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রদল নেতা আল সাইমুম আহাদ এক অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে তোমরা এসেছো নিজের স্বপ্ন ও পরিবারের স্বপ্ন পূরণ করতে। আগামী চার বছর এই ক্যাম্পাসই হবে তোমাদের পরিশ্রম, সংগ্রাম আর সাফল্যের ঠিকানা।’
তবে, তিনি বাস্তবতার কঠিন দিকটিও তুলে ধরেন। আহাদ জানান, অর্থনৈতিক অসচ্ছলতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। তিনি বলেন, ‘আমি নিজের চোখে এমন বহু ঘটনা দেখেছি। অনেককে সাহস দিয়েছি, আবার অনেককেই গোপনে সহযোগিতা করেছি।’
এই প্রেক্ষাপটে তিনি ঘোষণা দেন, ‘আল্লাহ যদি হায়াত ও সামর্থ্য দান করেন, তাহলে আগামী চার বছরে অন্তত দুইজন অস্বচ্ছল শিক্ষার্থীর সম্পূর্ণ পড়াশোনার দায়িত্ব আমি নিজে গ্রহণ করব।’
তিনি আরও জানান, যারা এমন সহযোগিতার প্রয়োজন বোধ করবেন, তারা তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। শিক্ষার্থীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দেন আল সাইমুম আহাদ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: