• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চরম দুঃসময়ে শ্রীলঙ্কার শিশুদের পাশে দাঁড়াই

রেজা ঘটক

প্রকাশিত: ১০:২৪, ২৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
চরম দুঃসময়ে শ্রীলঙ্কার শিশুদের পাশে দাঁড়াই

স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে এখন শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার অভাবে সেখানে অনেক নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি বন্ধ রয়েছে। 

কাগজের অভাবে সেখানে পরীক্ষায় বসতে পারছে না স্কুলপড়ুয়া লাখ লাখ শিক্ষার্থী। আগামী সোমবার থেকে স্কুলগুলোতে সপ্তাহব্যাপী সাময়িকী পরীক্ষা চলার কথা ছিল। কিন্তু কাগজের অভাবে তিন ভাগের দুই ভাগ শিক্ষার্থীই পরীক্ষা দিতে পারবে না।

স্কুলে সাময়িকী পরীক্ষাগুলো ধারাবাহিক মূল্যায়নের অংশ। এর ফলের ভিত্তিতেই কোনো শিক্ষার্থী বছর শেষে উচ্চ শ্রেণিতে উঠতে পারবে কি না সে সিদ্ধান্ত নেওয়া হয়। 

শ্রীলঙ্কার ওয়েস্টার্ন প্রভিন্সের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রার অভাবে প্রয়োজনীয় কাগজ ও কালি আমদানি করা যাচ্ছে না। ফলে স্কুলের অধ্যক্ষরা পরীক্ষা নিতে পারছেন না। বর্তমানে শ্রীলঙ্কায় প্রায় ৪৫ লাখ স্কুল শিক্ষার্থী রয়েছে। 

অর্থসংকটের কারণে শ্রীলঙ্কায় চরম বৈদেশিক মুদ্রার ঘাটতি দেখা দিয়েছে। আমদানি ব্যাহত হওয়ায় কমে এসেছে দেশটির খাদ্যপণ্য, জ্বালানি ও ওষুধের মজুত। পরিস্থিতি সামাল দিতে গত বুধবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে আর্থিক সহায়তা চেয়েছে শ্রীলঙ্কা। বিষয়টি এখন বিবেচনা করছে আইএমএফ।

চলতি বছরে শ্রীলঙ্কাকে ৬৯০ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। কিন্তু গত ফেব্রুয়ারি পর্যন্ত দেশটির হাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ২৩০ কোটি ডলার। সংকট মোকাবিলায় বছরের শুরুতে চীনের কাছে ঋণ পরিশোধের বিষয়ে সহায়তা চায় শ্রীলঙ্কা। কিন্তু এ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সাড়া দেয়নি চীন।

শ্রীলঙ্কার এই চরম দুঃসময়ে সেদেশের লাখ লাখ শিক্ষার্থীর পাশে দাঁড়ানো উচিত বাংলাদেশের। কাগজ ও কালি দিয়ে শ্রীলঙ্কাকে আমাদের সহায়তা করা উচিত। আমরা ৩১ দিনব্যাপী অমর একুশে বইমেলায় বইয়ের নামে যে পরিমাণ অখাদ্য আবর্জনা প্রকাশ করেছি, লাখ লাখ রিম কাগজ নষ্ট করেছি, তার বদলে শ্রীলঙ্কার লাখ লাখ শিক্ষার্থীদের সহায়তা করা অনেক বেশি মানবিক কর্ম হতে পারে বলে আমি মনে করি! 

আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, শ্রীলঙ্কার এই চরম দুঃসময়ে ওদের লাখ লাখ শিক্ষার্থীর পরীক্ষা দেবার সুযোগ সৃষ্টি করতে জরুরি ভিত্তিতে শ্রীলঙ্কাকে কাগজ ও কালি দিয়ে সহায়তা করা হোক। গোটা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শিক্ষিত দেশটির লাখ লাখ শিক্ষার্থী কাগজের অভাবে পরীক্ষা দিতে পারছে না, এটা খুবই অমানবিক একটি কষ্ট। 

আমি চাই সরকার বাহাদুর শ্রীলঙ্কার লাখ লাখ শিক্ষার্থীর পাশে দাঁড়াক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনীত অনুরোধ, দয়া করে শ্রীলঙ্কার লাখ লাখ স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে পরীক্ষা দেবার সুযোগ করে দিন। তাদেরকে জরুরি ভিত্তিতে কাগজ ও কালি দিয়ে সহায়তা করুন।   

রেজা ঘটক
কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা

মন্তব্য করুন: