• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

তাজউদ্দীন আহমদের জন্মদিনে সোহেল তাজের আক্ষেপ!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৮, ২৩ জুলাই ২০২২

আপডেট: ১৫:৫০, ২৩ জুলাই ২০২২

ফন্ট সাইজ
তাজউদ্দীন আহমদের জন্মদিনে সোহেল তাজের আক্ষেপ!

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পুত্র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ তার বাবার জন্মদিনে আওয়ামী লীগের ফেইসবুক পেইজ থেকে কোনো পোস্ট না করায় আক্ষেপ প্রকাশ করেছেন। 

এনিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে আওয়ামী লীগের দলীয় ফেসবুক পেইজে শনিবার (২৩ জুলাই) দুপুর সোয়া ১টায় কমেন্টস সেকশনে তানজিম আহমেদ সোহেল তাজ লিখেছেন, ‘আজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং স্বাধীনতা সংগ্রাম কালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদের ৯৭তম জন্মবার্ষিকী। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেইজ থেকে অন্তত একটা পোস্ট আশা করছিলাম।’

সোহেলে তাজের এই মন্তব্যে নীচে অনেকে কমেন্টসে তাজউদ্দীন আহমদের অবদানের কথা স্বরণ করে তার আত্মার শান্তি কামনা করে দোয়া করেন। মো. শামিম নামে একজন লিখেছেন, ‘ভাই আপনিতো তেল মারতে জানেন না তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।’ সালাউদ্দীন নামে আরেকজন লিখেছেন, ‘আমরা গুনি মানুষদের সম্মান করতে পারছিনা বলেই আজ আর গুনি মানুষের জন্ম হচ্ছেনা।’

জুলফিকার রায়হান নামে একজন লিখেছেন, ‘আজকের আওয়ামী লীগ ভুলে গিয়েছে...তবে বঙ্গবন্ধুর আদর্শকে যারা ধারণ করে তারা ভুলেনি...।’  

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2