• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জীবনটাকেই অর্থহীন মনে হচ্ছে: তসলিমা নাসরিন

প্রকাশিত: ২১:৫৪, ৩ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
জীবনটাকেই অর্থহীন মনে হচ্ছে: তসলিমা নাসরিন

ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় থাকেন। নিজের আবেগ-অনুভূতির কথা জানিয়ে দেন দুয়েকটি কথা। সম্প্রতি নিজের ভুল চিকিৎসা ও অসুস্থতা নিয়ে লিখে বেশ আলোচনায় এসেছিলেন। হুট করে আবারও স্ট্যাটাস দিয়েছেন নিজের জীবন নিয়ে।

শুক্রবার (৩ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড আইডিতে তসলিমা লিখেছেন, সবকিছুই তার কাছে অর্থহীন মনে হচ্ছে। জন্ম ও মৃত্যু তাকে ভাবিয়ে তুলছে। 

তসলিমা নাসরিনের পোস্টটি ছিল, ‘সবকিছুকে অর্থহীন মনে হচ্ছে। বাড়িগাড়ি, বাসনকোসন, বইপত্র। জীবনটাকেই অর্থহীন মনে হচ্ছে। জীবন তো আসলে অর্থহীনই। আমরা জন্ম নিই, কিছুকাল পর চলে যাই। আমাদের কারও থাকায় বা না-থাকায়  পৃথিবীর কিছু আসে যায় না। বিশ্ব-ব্রহ্মাণ্ডের তো একেবারেই না।’

এরপর তিনি লেখেন, ‘তারপরও জীবন জীবন করে আমরা অস্থির। যে করেই হোক একটুখানি বাঁচতে চাই। একটুখানি বেশি।’

 

বিভি/এজেড

মন্তব্য করুন: