• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

নিজেকে বদলে ফেলুন, জীবন কিন্তু একটাই...

ইমরান মিয়া

প্রকাশিত: ১৭:৫১, ১৮ মে ২০২৩

আপডেট: ১৭:৫৪, ১৮ মে ২০২৩

ফন্ট সাইজ
নিজেকে বদলে ফেলুন, জীবন কিন্তু একটাই...

লেখক- ইমরান মিয়া

নিজেকে নিয়ে, নিজের কর্মকে নিয়ে একবার নয় হাজার বার ভাবুন। আপনার মৃত্যুর পরে কেউ যেন আঙ্গুল তুলে বলতে না পারে আপনি এই আকাম করেছেন, এর ক্ষতি করেছেন, এর সাথে দুর্ব্যবহার করেছেন, এর টাকা মেরে দিয়েছেন ইত্যাদি ইত্যাদি।

একটা কথা মনে রাখবেন। নিজেকে এমনভাবে তৈরি করুন, ভবিষ্যৎ প্রজন্ম যেন আপনাকে ফেসবুকে নয়, গুগলে খুঁজে স্টাডি করতে পারে। আর যাই হোক, মৃত্যুর পর কেউ যেন কোনো অভিযোগ করতে না পারে সেই বিষয়টা সর্বদা মাথায় রাখুন।

অনেকের মৃত্যুর পর দেখি দোয়া করার পরিবর্তে সমালোচনা করে। জীবনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলে, অনেক ক্ষেত্রে অনেক বাজে কথাও বলতে শোনা যায়। এটা সত্যি অনেক কষ্টের ব্যপার। 

তাই, সময় থাকতে নিজেকে বদলে ফেলুন। জীবন কিন্তু একটাই........

লেখক: গণমাধ্যম কর্মী                                                                                                                                                                   বার্তা প্রধান, প্রবাসীর দিগন্ত

বিভি/এজেড

মন্তব্য করুন: