যৌন স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সাংবাদিকদের নিয়ে আরএইচস্টেপ’র ওরিয়েন্টেশন

বাংলাদেশের মোট জনসংখ্যার ৪৫ ভাগের বেশি জনগোষ্ঠী ১০ থেকে ৩৫ বছরের মধ্যে। যারা আমাদের যুব সমাজের অন্তর্ভুক্ত। কিন্তু দেশের যুব সমাজের বড় অংশই তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কে একেবারেই অজ্ঞ। ফলে নানান যৌন সংক্রান্ত সমস্যার পাশাপাশি তাদের প্রজনন স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে বয়ঃসন্ধিকালেই। এমন পরিস্থিতিতে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা তৈরি করতে স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করেছে রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচস্টেপ)।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ডেইলি স্টার সেন্টারের আজিমুর রহমান কনফারেন্স হলে বিভিন্ন জাতীয় গণমাধ্যমের অন্তত ২০ জন সাংবাদিককে নিয়ে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। আরএইচস্টেপ-এর ‘অধিকার এখানে, এখনই (আরএইচআরএন)-২’ প্রকল্পের আওতায় এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে। ‘অধিকার এখানে এখনি ২’ প্রকল্পে সংস্থাটির সঙ্গে আরও কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা নারীপক্ষ, অবয়ব, নাগরিক উদ্যোগ, ওয়ায়পিএফ, ঋতু এবং ব্র্যাক।
কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে পরিবার পরিকল্পনা অধিদফতরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার (এ এন্ড আরএইচ) ডা. মো. মনজুর হোসেন কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত বিষয়সমূহ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেন। তিনি বাংলাদেশের কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বর্তমান পরিস্থিতি, সমন্বিত যৌন শিক্ষার প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয় সম্পর্কেও বর্ণনা করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।
উদ্বোধনী অধিবেশনের পর আরএইচস্টেপ সম্পর্কে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা করেন সংস্থাটির উপ-পরিচালক (প্রোগ্রাম) ডা. এলভিনা মুস্তারী। যৌন ও প্রজনন স্বাস্থ্যের ১২ টি অধিকার এবং এর উপাদানগুলির উপরও আলোচনা করেন ডা. এলভিনা মুস্তারী। এ সময় যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
তারপর অধিকার এখানে, এখনই-২ প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানান আরএইচস্টেপ-এর প্রজেক্ট অফিসার তৌশিন আহমেদ সোহেল। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব এবং এ সম্পর্কিত বিষয়ে সংবাদ প্রতিবেদন লেখার অভিজ্ঞতা এবং তা সকলের সামনে উপস্থাপন পর্বের মাধ্যমে সাংবাদিকদের অবহিতকরণ সভাটি শেষ হয়।
বিভি/কেএস
মন্তব্য করুন: