• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল শিশুর, নতুন আক্রান্ত ১৩৮ 

প্রকাশিত: ১২:৫৩, ১৩ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল শিশুর, নতুন আক্রান্ত ১৩৮ 

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে ফাতেমা নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬১জন। এর মধ্যে শিশু ২৩ জন। 

বুধবার (১৩ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩৮ জন নতুন রোগী নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭৪ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এদিকে চট্টগ্রামে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২২৩জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৩২জন।

বিভি/রিসি

মন্তব্য করুন: