• NEWS PORTAL

মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু 

প্রকাশিত: ২৩:২২, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু 

প্রতীকী ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৮৩৯ জন মারা গেলেন। মৃতদের মধ্যে ১০ জন ঢাকার। বাকি সাত জন অন্যান্য বিভাগের। সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা তিন হাজার ৮৪ জন। আক্রান্তদের মধ্যে ৮৯৪ জন ঢাকার। দুই হাজার ১৯০ জন অন্যান্য বিভাগের।

সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ১০ হাজার ৩২ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই তিন হাজার ৮৬১ জন। বাকি ছয় হাজার ১৭১ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত