• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

হলি ফ্যামিলি হাসপাতালে আবারও বৈকালিক বহির্বিভাগ সেবা চালু 

প্রকাশিত: ২০:২৬, ২ জুলাই ২০২৪

আপডেট: ২০:৫৯, ২ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
হলি ফ্যামিলি হাসপাতালে আবারও বৈকালিক বহির্বিভাগ সেবা চালু 

দীর্ঘ বিরতির পর আবারও বৈকালিক বহির্বিভাগ সেবা চালু করেছে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল। সেবার মান বৃদ্ধির মাধ্যমে স্বনামধন্য হাসপাতালটির পুরোনো গৌরব ফিরিয়ে আনতে এই উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরী। 

মঙ্গলবার (২ জুলাই) বিকাল ৩টায় হাসপাতালের শায়লা-হাফিজ মিলনায়তনে বর্হিবিভাগ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। দায়িত্বরত চিকিৎসকদের উৎসাহিত করতে তিনি নিজেই বর্হিবিভাগে প্রায় অর্ধশতাধিক রোগী দেখেন।

দক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবায় একসময় মানুষের আস্থা ও ভরসার জায়গা করে নিয়েছিল হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল, এমন মন্তব্য করে অধ্যাপক ডা. কবীর চৌধুরী বলেন, 'স্বাধীনতার পর থেকেই স্বাস্থ্যসেবায় গৌরবময় ভূমিকা রাখছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল। তবে বিগত দিনের দুর্নীতি ও অব্যবস্থাপনায় হাসপাতালটির স্বাস্থ্যসেবায় কিছুটা ঘাটতি তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাসপাতালের পুরোনো গৌরব ফিরিয়ে আনতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের এই বৈকালিক বর্হিবিভাগ সেবা চালুর সিদ্ধান্ত।'

ভবিষ্যতে হাসপাতালে বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আলাদা বর্হিবিভাগ চালু করা হবে বলেও জানান তিনি। 

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এস. এম. খোরশেদ আলম জানান, সপ্তাহে ৬ দিন (শনি-বৃহস্পতিবার) বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বর্হিবিভাগে চলবে বৈকালিক স্পেশালাইজড কনসাল্টেশন সার্ভিস হিসেবে। এসময় হাসপাতালের ১৬টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখবেন। মেডিসিন, গাইনি, নাক-কান-গলা, চক্ষু, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, নেফ্রোলজি, ইউরোলজি, চর্মরোগ, শিশু বিভাগ, সার্জারি ইত্যাদি বিভাগগুলো অন্তর্ভূক্ত থাকবে বৈকালিক বর্হিবিভাগ সেবা কার্যক্রমে। টিকিট কেটে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিকট থেকে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন রোগীরা।

অনুষ্ঠানে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল, ব্যবস্থাপনা পর্ষদের সদস্যবৃন্দ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের অবসরপ্রাপ্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন আরা বেগম, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কানিজ মওলা, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ দৌলতুজ্জামানসহ হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2