• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আন্দোলনে চোখের আলো নিভেছে কতজনের, জানালেন স্বাস্থ্য উপদেষ্টা 

প্রকাশিত: ১৬:২৫, ২৯ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
আন্দোলনে চোখের আলো নিভেছে কতজনের, জানালেন স্বাস্থ্য উপদেষ্টা 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দেশে এক হাজারের মতো মানুষ নিহত হয়েছেন। এ আন্দোলনে চোখে গুলি লেগে দৃষ্টিশক্তি হারিয়েছেন প্রায় চার শতাধিক মানুষ। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, আন্দোলনকে ঘিরে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে।

তিনি বলেন, অনেকের এক চোখ অন্ধ হয়ে গেছে, অনেকে দুই চোখেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমেরিকার সেবা নামক প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কথা হয়েছে। যাদের চোখ অন্ধ হয়ে গেছে বা চোখে সমস্যা দেখা দিয়েছে, আমরা সেবা ফাউন্ডেশনকে তাদের তালিকা পাঠিয়েছি। ফাউন্ডেশন জানিয়েছে, যত শিগগিরই সম্ভব তারা চিকিৎসার জন্য দেশে ডাক্তার নিয়ে আসবে। ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও দিনাজপুরে তাদের চিকিৎসা হবে।

সুচিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তারদের টিম আনার চেষ্টা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, অনেকে পায়ে আঘাত পেয়েছেন, অনেকের পা কেটে ফেলতে হয়েছে। আমরা বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে কথা বলছি, বিশ্বব্যাংকের সঙ্গেও আমাদের কথা হয়েছে। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2