• NEWS PORTAL

  • রবিবার, ২৩ মার্চ ২০২৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৬১

প্রকাশিত: ১৯:১৭, ২৬ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৬১

ফাইল ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন প্রাণ হারিয়েছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬১ জন ডেঙ্গু রোগী। চলতি বছর  ডেঙ্গুতে মোট প্রাণহানি ঘটেছে ২৭১ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৬৬৩ জন।

শনিবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ৯৩৯ জন, বাকি ১ হাজার ৯৯৮ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের।

এর আগে গত শুক্রবারও একজনের প্রাণহানি ঘটে। একই দিন আক্রান্ত হন ৪৭৭ জন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

আজকের সময়সূচী (২৩ মার্চ ২০২৫)

সেহরি:

০৬:০০

ইফতার:

০৬:১১

Drama Branding Details R2
Drama Branding Details R2