• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৬০ হাজার 

প্রকাশিত: ২২:১৩, ২৯ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৬০ হাজার 

ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে বেড়েছে ডেঙ্গুর ভয়াবহতা। এডিস মশাবাহিত এই রোগে প্রতিদিনই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ জনের। পাশাপাশি এই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৩১২ জন ভর্তি হয়েছেন হাসপাতালে, যা একদিনে ভর্তি হওয়া সর্বোচ্চ রোগীর সংখ্যা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

চলতি বছর এ নিয়ে  মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮৬ জনে। তাদের মধ্যে ১৩৩ জন পুরুষ ও ১৫৩ জন নারী। মোট ৫৯ হাজার ৪২০ জন আক্রান্ত হয়েছেন।

এছাড়া চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত ১২৩ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। তাছাড়া চলতি বছরে এখন পর্যন্তএই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ৪২০ জন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশী।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে  ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪ হাজার ১৬ জন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৯৫০ জন, ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে বাকি ২ হাজার ৬৬ জন।

২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ১৭০৫ জন। তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2