বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির নেতৃত্বে সফিউদ্দিন-খবির উদ্দিন-মহিউদ্দিন মাসুম
সদস্যদের দাবির প্রেক্ষিতে দীর্ঘদিনের মেয়াদহীন কমিটি বাতিল করে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির নতুন কমিটি ঘোষণা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কার্ডিয়াক সোসাইটির সদস্যদের সর্বসম্মতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
বিএসএমএমইউ’র ইন্টারভেনশনাল কার্ডিওলজির প্রধান অধ্যাপক ডা. সফিউদ্দিন আহমেদকে আহবায়ক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা: খবির উদ্দিনকে সদস্য সচিব এবং সহযোগী অধ্যাপক ডাঃ এ কে এম মহিউদ্দিন ভুঁইয়া মাসুমকে কোষাধ্যক্ষ করে ৪৯ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। এরফলে অনেক দিনের অচলাবস্থা নিরসন হলো।
সভা শেষে নেতৃবৃন্দ বলেন, পূর্বের ব্যর্থতা ঘুচিয়ে কার্ডিয়াক সোসাইটিকে সদস্যদের আশাভরসার স্থলে রূপান্তর করবে। হৃদরোগের সকল বিভাগের চিকিৎসকদের পুঞ্জিভুত অপ্রাপ্তি দূর হওয়ার পাশাপশি বাংলাদেশের হৃদরোগের চিকিৎসা বিশ্বমানে উন্নীত হবে।
বিভি/এসজি
মন্তব্য করুন: