• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ড্যাব নির্বাচন: ভোটার তালিকা থেকে রংপুর মেডিকেল কলেজের ৩ চিকিৎসক বাদ

প্রকাশিত: ২১:০৮, ৩০ জুলাই ২০২৫

আপডেট: ২১:০৮, ৩০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ড্যাব নির্বাচন: ভোটার তালিকা থেকে রংপুর মেডিকেল কলেজের ৩ চিকিৎসক বাদ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রংপুরের ভোটার তালিকা থেকে তিন চিকিৎসকের নাম বাদ দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ড্যাব। আগামী ৯ আগস্ট নির্বাচনের দিন ঠিক করে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাই সম্পূর্ণ করার পর সারাদেশ থেকে ৩ হাজার ১৫৫ জন চিকিৎসককে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। আওয়ামী লীগ সংশ্লিষ্টতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় রংপুর মেডিকেল কলেজ ড্যাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইএনটি বিভাগের ডা. মাযহারুল ইসলাম, সমাজকল্যাণ ও আপ্যায়ন সম্পাদক, মেডিসিন বিভাগীয় প্রধান ডা. মোখলেসুর রহমান ও কার্যকরী সদস্য, ইউরোলজি বিভাগের ডা. জহুরুল হকের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি।

অভিযোগে জানা গেছে, ড্যাবের সদস্য পদে থাকলেও বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসক সংগঠন স্বাচিপের সাথে গভীর সংশ্লিষ্টতা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে সু-সম্পর্ক বজায় রেখে বিভিন্ন সুযোগ-সুবিধা আদায় করতেন। ৫ আগস্টের পরে হঠাৎ করেই তারা নতুন রূপে আবির্ভূত হন। ক্ষমতার অপব্যবহার করে ডা. জহুরুল হক হল সুপারের দায়িত্ব গ্রহণ করেন এবং অছাত্রদের সিট বরাদ্দ রেখে ছাত্র রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। ডা. মোখলেসুর রহমান মেডিসিন বিভাগের সিনিয়র দুজন প্রফেসরকে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ এনে বদলি করিয়ে নিজে বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। ডা. মাজহারুল ইসলাম অধ্যক্ষকে চাপ প্রয়োগ করে প্রস্তাবিত নতুন একাডেমিক বিল্ডিংয়ের প্রজেক্ট ডিরেক্টরের পদ বাগিয়ে নেন। এভাবে ক্ষমতার অপব্যবহার করে নিজেদের প্রভাব বলয় তৈরি করেন। সেইসাথে বদলি বাণিজ্যের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ড্যাবের কোনো কার্যক্রমে তাদের অংশগ্রহণ করতে দেখা না গেলেও বর্তমানে তাদের প্রভাবে প্রকৃত ত্যাগী ও ভুক্তভোগী নেতা-কর্মীরা কোণঠাসা হয়ে পড়েছেন। 

ড্যাবের চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ার বিষয়ে রংপুর মেডিকেল কলেজ ড্যাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. মাজহারুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে তিনি অবগত হলেও কী কারণে নাম বাদ দেওয়া হয়েছে তা তার জানা নেই। তিনি ধারণা করছেন গ্রুপিংয়ের কারণে উদ্দেশ্য প্রণোদিত এটি করা হয়েছে। 

মেডিকেল কলেজ ড্যাবের সমাজ কল্যাণ ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. মোখলেছুর রহমান বলেন, সারাদেশে প্রায় ৮০০ জনকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এদিকে ড্যাবের বেশ ক’জন চিকিৎসক আওয়ামী দোসরদের ড্যাবের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

এ বিষয়ে ড্যাবের অফিস সেক্রেটারি ডা. সোহেল জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই তিন চিকিৎসকের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন: