নারায়ণগঞ্জে দুই হাজার মানুষকে বিনামূল্য চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিতরণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে আফিয়া জালাল ফাউন্ডেশন ও জান্নাহা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রায় দুই হাজার অসহায় ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকার ইউনাইটেড ক্লাবে এ ফ্রি মেডিকেল ক্যাম্পিং শুরু হয়। দুই মেডিকেল ক্যাম্পে ১৪ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা প্রদান করেন। আগত রোগীরা সুশৃঙ্খলভাবে বিনামূল্যে, চিকিৎসা ও ওষুধ পাওয়ায় এই উদ্যোগকে স্বাগত জানান।
ফ্রি মেডিকেল টিমের চিফ কো-অর্ডিনেটর মোহাম্মদ আরাফাত উল্লাহ জিতু জানান, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে আফিয়া জালাল ফাউন্ডেশন ও জান্নাহা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রায় দুই হাজার অসহায় ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এর আগেও তারেক রহমানের একটি নির্দেশনা ছিল শুধু মিছিল মিটিং নয় অসহায় হতদরিদ্র পাশে দাঁড়ানো তার কথাকে প্রাধান্য দিয়ে গত ৫ আগস্ট থেকে নারায়ণগঞ্জ ৪ আসনের বিভিন্ন স্থানে এরকম ফ্রি মেডিকেল ক্যাম্পিং করা হয়েছে। আজও প্রায় ১৪ জন বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা বিনামূল্যে ২ হাজার রোগীকে চিকিৎসা দেন ও ওষুধ বিতরণ করা হয়। আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। যদি তারপরও রোগী বেশি থাকে সময় আরও বাড়ানো হবে।
সেবা নিতে আসা একাধিক রোগী জানান, এই ধরনের মেডিকেল ক্যাম্প এই প্রতিষ্ঠান আগেও করেছে। দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের জন্য এটা খুব ভালো উদ্যোগ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: