• NEWS PORTAL

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ২৭৯ জন 

প্রকাশিত: ১৬:৩৪, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ২৭৯ জন 

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ২৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২, ঢাকা উত্তর সিটিতে ৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৪, খুলনা বিভাগে ২ জন এবং ময়মনসিংহে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ৩০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৩৫ হাজার ৩৩৭ জন।

বিভি/এসজি

মন্তব্য করুন: