চট্টগ্রাম মেডিকেল ও নার্সিং কলেজে প্যালিয়েটিভকেয়ার লাইফ স্কিল ট্রেনিং
প্রথমবারের মতো বিভিন্ন অনুষদের ২১ জন চিকিৎসক এবং ৪ জন নার্সদের সমন্বয়ে তিন দিনব্যাপী প্যালিয়েটিভকেয়ার বিষয়ক লাইফ স্কিল ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিগত ২ থেকে ৪ নভেম্বর মোট ২০ ঘণ্টার।
সেই সাথে প্রথমবারের মতন ১২৭ জন নার্সিং শিক্ষার্থীদের নিয়ে প্যালিয়েটিভ কেয়ার-বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চট্টগ্রাম নার্সিং কলেজে।
অনুষ্ঠানটির আয়োজন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ জসীম উদ্দিনের অনুমোদনক্রমে ক্লিনিক্যাল অনকোলজি ও রেডিওথেরাপি বিভাগ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ।
অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন, ডা. ফাহমিদা আলম, ক্লিনিক্যাল অনকোলজি ও রেডিওথেরাপি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আলী আসগর চৌধুরী, বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ।
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এই কোর্স পরিচালনা করেন তাদের নিজস্ব ফ্যাকাল্টির সমন্বয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের আমন্ত্রণে এবং অতিথিতায়।
ফ্যাকাল্টি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. ফাহমিদা আলম, অনকোলজি বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ, ডা. মোস্তফা কামাল চৌধুরী আদিল, সহযোগী অধ্যাপক, প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। ডা. ওয়াই ওয়াই ম্রয়, ইউনিট ঢাকা মেডিকেল কলেজ। অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া, সদস্য সচিব প্যালিয়েটিভকেয়ার সোসাইটি অব বাংলাদেশ, অধ্যাপক ডা নিজামউদ্দিন আহমদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পালিটিভ মেডিসিন বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠাতা সদস্য প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ।
বিভি/এজেড




মন্তব্য করুন: