• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

ডেঙ্গুঃ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২১১

প্রকাশিত: ১৭:২৫, ১৩ অক্টোবর ২০২১

আপডেট: ১৭:৩৩, ১৩ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
ডেঙ্গুঃ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২১১

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই জন মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ২১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ২১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ১৬৩ জন এবং ঢাকার বাইরে ৪৮ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৯২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৭৬৬ জন এবং অন্যান্য বিভাগে ১৬২ জন রোগী ভর্তি রয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮২ জনের মৃত্যু হয়েছে।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: