• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ডেঙ্গুঃ একদিনে ১১৮ জন হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ১৬:৫৩, ২৫ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
ডেঙ্গুঃ একদিনে ১১৮ জন হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১১৮ জন ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১১৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকার ৮৬ জন এবং ঢাকার বাইরের ৩২ জন রয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৪৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: