• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

একদিনে ৭৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ১৮:৪৩, ২৮ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
একদিনে ৭৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকার হাসপাতালে ৬১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৩ জন ভর্তি আছেন। তবে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

রবিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৪০২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২৯৩ জন ও বেসরকারি হাসপাতালে ১০৯ জন চিকিৎসাধীন রয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৮ জন মারা গেছেন। 

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: