• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত সাড়ে ৯ হাজার, বাড়লো মৃত্যুও

প্রকাশিত: ১৬:৫৭, ১৯ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
২৪ ঘণ্টায় করোনা শনাক্ত সাড়ে ৯ হাজার, বাড়লো মৃত্যুও

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ হাজার ৫০০ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জনে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৭৬ জনে।

বুধবার (১৯ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭৩ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৩৭ হাজার ৮৩০ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ। 

এর আগে, মঙ্গলবার (১৮ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছিলো। ভাইরাসটি শনাক্ত হয়েছিলো ৮ হাজার ৪০৭ জনের দেহে।

বিভি/এসডি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2