• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

টানা ২৪ দিন দেশে করোনায় কেউ মারা যায়নি

প্রকাশিত: ১৮:০৫, ১৪ মে ২০২২

ফন্ট সাইজ
টানা ২৪ দিন দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এই নিয়ে করোনায় টানা ২৪ দিন মৃত্যুহীন দেশ। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল।

শনিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনায় বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

গত ২৪ ঘণ্টায় দেশে ২২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। গতকাল এই সময়ে ১৮ জনের দেহে শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫২ হাজার ৯৭৯ জনের শরীরে শনাক্ত হয়েছে।  

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২০ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৩২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৪৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৯৬৫টি নমুনা। শনাক্তের হার ০.৫৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৯১ শতাংশ। আর সুস্থতার হার ৯৭.২৪ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে ভাইরাসটি আক্রান্ত হয়ে প্রথম রোগী মারা যান বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিভি/এইচকে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2