• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

করোনায় আজও কেউ মারা যায়নি, নতুন শনাক্ত ৩০

প্রকাশিত: ২১:০০, ২৫ মে ২০২২

ফন্ট সাইজ
করোনায় আজও কেউ মারা যায়নি, নতুন শনাক্ত ৩০

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। গতকালও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছে ২৯ হাজার ১৩০ জন। বুধবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনায় বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। গতকাল ৩৪ জনের শরীরে শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৩ হাজার ৩২৮ জনের শরীরে শনাক্ত হয়েছে।  

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১ হাজার ৬০০ জন।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৬০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৬১৬টি নমুনা। শনাক্তের হার ০.৬৫ শতাংশ। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪০ লাখ ৯৬ হাজার ২৭৬টি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৮৬ শতাংশ। আর সুস্থতার হার ৯৭.৩৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে ভাইরাসটি আক্রান্ত হয়ে প্রথম রোগী মারা যান বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিভি/এইচকে

মন্তব্য করুন: