• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৪৯

প্রকাশিত: ১৮:২৪, ১ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৪৯

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত সংখ্যা ৩৪৯। এর আগে, রবিবার তিন জনের মৃত্যু এবং শনাক্ত সংখ্যা ছিলো ৩৬৫। 

সোমবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, এদিন  পাঁচ হাজার ৯৬৭টি নমুনা সংগ্রহের বিপরীতে পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৯৫৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৩ হাজার ৪২১ জন। এ দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২০ লাখ পাঁচ হাজার ৬০৬ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৯২ জনের।

২০১৯-এর ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এরপর ২০২০- এর ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

বিভি/রিসি

মন্তব্য করুন: