• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

করোনায় আক্রান্ত ৬০১, মৃত্যু ১

প্রকাশিত: ১৮:০৩, ১৯ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
করোনায় আক্রান্ত ৬০১, মৃত্যু ১

গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ৬০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে একজনের। আগের দিন করোনায় কারও মৃত্যু হয়নি। রোগী শনাক্ত হয়েছিল ৫২৭। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সোমবারের (১৯ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫ হাজার ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১১ দশমিক ৬০।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১৮ হাজার ২১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৯৭৭ জন। করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩৪০ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

বিভি/এনএ

মন্তব্য করুন: