• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঢামেকের অধ্যক্ষ হলেন অধ্যাপক শফিকুল আলম চৌধুরী

প্রকাশিত: ২২:০২, ২৯ ডিসেম্বর ২০২২

আপডেট: ২২:৪২, ২৯ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
ঢামেকের অধ্যক্ষ হলেন অধ্যাপক শফিকুল আলম চৌধুরী

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরী। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বর্তমানে ঢামেকে উপাধাক্ষ্য ও অধ্যাপক (নিউরোলজি) ডা. মো. শফিকুল আলম চৌধুরীকে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও অধ্যাপক (নিউরোলজি) পদে পদায়ন করা হয়। 

ঢামেকের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিটো মিঞাকে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়। অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরীকে তার স্থলাভিষিক্ত করা হয়।

অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরী ঢামেকের ইউরোলজি বিভাগের অধ্যাপক ও উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরীর গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার আলগিচর গ্রামে।

বিভি/এইচকে

মন্তব্য করুন: