• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

দেশে উদ্ভাবিত কিট দিয়ে কাল থেকে করোনা শনাক্ত হবে

প্রকাশিত: ১৮:৫১, ৭ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
দেশে উদ্ভাবিত কিট দিয়ে কাল থেকে করোনা শনাক্ত হবে

অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ

দেশের বিজ্ঞানীদের উদ্ভাবিত কিট দিয়ে দেশের মানুষের করোনা শনাক্ত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ কাল বুধবার এই কিট দিয়ে করোনা পরীক্ষা করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ। 

 

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিএসএমএমইউ এর বিজ্ঞানী, গবেষক ও চিকিৎসকরা করোনা শনাক্তের এই কিট উদ্ভাবন করেছেন। বিএসএমএমইউতে আয়োজিত সভায় তিনটি প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও গবেষকরা "বিসিএসআইআর-কোভিড কিট" নামের এই কিট উপাচার্যের কাছে হস্তান্তর করেন। 

অনুষ্ঠানে বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক আফতাব আলী শেখ বলেন, আন্তর্জাতিকভাবে যেসব কিট করা হচ্ছে, তার সঙ্গে বাংলাদেশে উদ্ভাবিত কিটের প্রযুক্তিগত পার্থক্য রয়েছে। করোনা ভাইরাস রূপান্তরিত হলেও এর যেকোনো ধরন এই কিটের মাধ্যমে শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।  বাংলাদেশে মেডিকেল রিসার্চ কাউন্সিল এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর এই কিট ব্যবহারের অনুমোদন দিয়েছে। এটি ব্যবহার করা গেলে কিট আমদানি প্রবণতা যেমন কমবে, একইসাথে কমবে খরচও।

মন্তব্য করুন: