• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

করোনার পর নতুন আতঙ্ক অ্যাডিনো ভাইরাস, ছড়াচ্ছে পশ্চিমবঙ্গে

মাইনুল শোভন

প্রকাশিত: ১৩:১৬, ৪ মার্চ ২০২৩

আপডেট: ১৩:১৭, ৪ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
করোনার পর নতুন আতঙ্ক অ্যাডিনো ভাইরাস, ছড়াচ্ছে পশ্চিমবঙ্গে

ভারতের পশ্চিমবঙ্গে বেড়েছেই চলছে অ্যাডিনো ভাইরাসের বিস্তার

দু'বছরের বেশি সময় ধরে দুনিয়ার অনেক দেশকে মৃত্যুপুরীতে পরিণত করা করোনা আতংক শেষ হতে না হতেই ছড়িয়ে পড়ছে আরেক ভাইরাস আতংক। ভারতের পশ্চিমবঙ্গে বেড়েছেই চলছে অ্যাডিনো ভাইরাসের বিস্তার। রাজ্যটির স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, বর্তমানে এতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে প্রায় দেড় হাজার মানুষ। আর ৩ দিনেই মারা গেছে ১০ টি শিশু।

 

প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশের আশংকা কতখানি?  প্রশ্ন ছিলো জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বেনজীর আহমেদের কাছে। তার মতে, ভারতে এই ভাইরাসের বিস্তারে ঝুঁকিতে দেশের পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী বিভিন্ন জেলা। 


শিশু বিশেষজ্ঞ ডা. মুজিবুর রহমান জানান, করোনার সাথে বেশ মিল রয়েছে অ্যাডিনো ভাইরাসের। সাধারণত জ্বর, সর্দি, কাশি ও পেটের সমস্যা দেখা দিতে পারে আক্রান্তদের, তবে এটি শিশুদের জন্য বেশি ঝূঁকির। 

অ্যাডিনো ভাইরাস শনাক্তে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বেনজীর আহমেদের। 
ভাইরাসের ঝূঁকি এড়াতে করোনার মতোই ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার পাশাপাশি মাস্ক ব্যবহারের পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার পর এ ভাইরাস নিয়ে শংকায় বাংলাদেশ। এটি সনাক্তে সরকারের প্রস্তুতির অভাব দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভাইরাসটি শিশুদের জন্য সবচে' ঝুঁকির বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য করুন: