• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এডিস মশার বিস্তার রোধে সিটি করপোরেশনকে দায়িত্ববান হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

প্রকাশিত: ০৯:৩৩, ১৮ মে ২০২৩

আপডেট: ১৩:১৯, ১৮ মে ২০২৩

ফন্ট সাইজ
এডিস মশার বিস্তার রোধে সিটি করপোরেশনকে দায়িত্ববান হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

ফাইল ছবি

বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই দেশে বাড়ছে ডেঙ্গুর বিস্তার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন একশো' ১১ জন। এরমধ্যে ৯৫ জনই ঢাকার বাসিন্দা। এডিস মশার বিস্তার রোধে সিটি করপোরেশনকে আরও দায়িত্ববান হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। 

বৃষ্টি এলেই বাড়ে এডিস মশার উপদ্রব। তীব্র তাপদাহের পর কয়েক পশলা বৃষ্টি হতে না হতেই ঢাকায় শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ।  

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মাসের শুরু থেকে প্রতিদিনই রোগী আসছেন ২৪ থেকে ২৫ জন। ১ মে থেকে ১৭ মে পর্যন্ত হাসপাতালটিতে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩৫৪ জন। রোগীদের অনেকেই যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা। 

এডিস মশার থাবা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। কেউ কেউ আবার দুইবারও আক্রান্ত হচ্ছে।  

ডেঙ্গুর উপসর্গ দেখা দিলেই দ্রুত হাসপাতালে আসার পরামর্শ চিকিৎসকের। 

এডিস মশার হাত থেকে রেহাই পেতে নিজ বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। 

আষাঢ়ের বর্ষা আসতে এখনও মাসখানেক বাকি। এর মধ্যেই প্রকৃতিতে এসেছে বর্ষার আমেজ। আজ বৃহস্পতিবার (১৮ মে) রাজধানী বাসীর ঘুম ভেঙেছে বৃষ্টির শব্দে। ঢাকার বিভিন্ন এলকায় মধ্য ও শেষরাতে এক পশলা বৃষ্টি হয়েছে। এরপর থেমে থেমে ঝড়ো হাওয়া আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে অবিরাম। এতে স্কুল, কলেজের শিক্ষার্থী ও কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়ে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। 

বিভি/রিসি

মন্তব্য করুন: