• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত বেড়েছে দ্বিগুণেরও বেশি

প্রকাশিত: ১৮:০৪, ২৯ মে ২০২৩

আপডেট: ১৮:০৮, ২৯ মে ২০২৩

ফন্ট সাইজ
২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত বেড়েছে দ্বিগুণেরও বেশি

প্রতীকী ছবি

দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমন। দেশজেুড়ে গত  ২৪ ঘণ্টায় এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৯ জন মানুষ। যা গতকালের শনাক্তের তুলনায় দ্বিগুণেরও বেশি।

সোমবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতির স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩০৯৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৫৯ জনের করোনা ভাইরাস সংক্রমন ধরা পড়েছে। যা প্রতি ১০০ জনের মধ্যে গড়ে ৫.১৩ জন।

এর আগে রবিবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৭ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু নিয়ন্ত্রণ সেল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত  হয়েছেন ৭২ জন। যার মধ্যে ঢাকায়ই আক্রান্ত হয়েছেন ৫৬ জন।

বিভি/কেএস

মন্তব্য করুন: