• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

নাসার নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম; থাকছে গবেষণার দূর্লভ ভিডিও

প্রকাশিত: ১৭:৩৯, ৩০ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
নাসার নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম; থাকছে গবেষণার দূর্লভ ভিডিও

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম আনছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। প্ল্যাটফর্মটিতে তাদের সরাসরি সম্প্রচারের পাশাপাশি মহাকাশের তথ্যভিত্তিক বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান ও তথ্যচিত্র প্রচার করা হবে।

বিজ্ঞাপন ছাড়াই প্ল্যাটফর্মটিতে নাসার কার্যক্রম দেখার সুযোগ মিলবে। জানা গেছে, প্ল্যাটফর্মটিতে নেভিগেশন ও সার্চ ফাংশন সুবিধা থাকায় নাসার হালনাগাদ কার্যক্রম জানার পাশাপাশি সহজে বিভিন্ন তথ্য খুঁজে পাওয়া যাবে। ফলে মহাকাশের বিভিন্ন তথ্য একই জায়গায় জানার সুযোগ মিলবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমের জন্য তৈরি নাসার অ্যাপ কাজে লাগিয়ে ‘নাসা প্লাস’নামের স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রবেশ করা যাবে। 

নাসার প্রধান তথ্য কর্মকর্তা জেফ সিটন জানিয়েছেন, নাসার বিভিন্ন কনটেন্ট সহজলভ্য করতেই এ উদ্যোগ, যার মাধ্যমে নাসার সব তথ্য বর্তমানের তুলনায় সহজে জানা যাবে। 

নাসার  বিভিন্ন অনুসন্ধান ডিজিটাল রুপান্তরের মাধ্যমে এই প্ল্যাটফর্মে প্রচার করা হবে বলে জানান নাসার যোগাযোগ বিভাগের কর্মকর্তা মার্ক এটকাইন্ড। 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2