চাঁদের আরো কাছে ভারতের চন্দ্রযান, ২৩ আগস্ট সফল ল্যান্ডিংয়ের প্রত্যাশা

চাঁদের আরো কাছাকাছি ভারতের চন্দ্রযান-৩। ভারতীয় গবেষণা মহাকাশ সংস্থা ইসরোর সবশেষ টুইটার আপডেট বলছে, আর্ন্তজাতিক স্ট্যান্ডার্ড সময় অনুযায়ী, ২৩ আগস্ট (১৮:০৪) এ চন্দ্রযানটির সফল অবতরণ প্রত্যাশা করছে ভারত।
এদিকে, অপ্রত্যাশিত ভাবে চাঁদের মাটিতে ভেঙ্গে পড়েছে রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫। রুশ মাহকাশ সংস্থাকে উদ্ধৃত করে আর্ন্তজাতিক অনেক গণমাধ্যম এই তথ্য দিয়েছে।
১০ অগস্ট চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল লুনা-২৫। সোমবার চাঁদের মাটিতে নামার কথা ছিল রাশিয়ার যানটির। শনিবার চাঁদের কক্ষপথে নামার আগে ‘জরুরি পরিস্থিতি’র সম্মুখীন হয় মনুষ্যবিহীন যানটির। নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে ছুটে সেটি চাঁদের মাটিতে ভেঙে পড়ে।
রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ কর্পোরেশন রোসকসমস রোববার সকালে জানিয়েছে, শনিবার গ্রিনিচ মান সময় বেলা ১১টা ৫৭ মিনিটের পর লুনা-২৫ এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: